December 7, 2023, 4:32 am

জামালপুরে ট্রেনে আগুন, বিএনপি নেতা কারাগারে

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জানা যায়, রোববার রাতে শহরের বাজারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, সরিষাবাড়িতে ট্রেনে আগুন দেওয়ার মামলায় লিয়াকত আলী খানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনে গত শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে আগুন দেয় দুর্বৃত্তরা। সরিষাবাড়ী রেলস্টেশনের এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির দুইটি বগি পুড়ে যায়। আরেকটি আংশিক পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD