December 7, 2023, 3:36 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়া সদর পুলিশ ফাঁড়ির অভিযানে হাড্ডিপট্টী এলাকা থেকে ২০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ কছিম উদ্দিন ওরফে কছির ওরফে ফেকু(৪৮) ও মোঃ শিহাব (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা পোনে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সুজন মিঞার নের্তৃত্বে এস আই (নিঃ) মোঃ খোরশেদ আলম, এস আই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চকসূত্রাপুর হাড্ডিপট্টিস্থ জনৈক মোস্তফা ওরফে মোস্ত এর বাড়ির ভাড়াটিয়া মোছাঃ শাপলা খাতুন এর ভাড়াকৃত বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাড়ির ভিতর হতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতারা হলেন-বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর হাড্ডিপট্রির ( জৈনক মোস্তফা এর বাড়ির ভাড়াটিয়া) কছিম উদ্দীন ওরফে কছির ওরফে ফেকু পিতা মৃত-বুদা ব্যাপারী, গাবতলী উপজেলার ২। মোঃ শিহাব (২৫), পিতা মোঃ কুরবান ওরফে ভোলা, স্থায়ী সাং-মহিষাবান দেব উত্তরপাড়া, থানা-গাবতলী, জেলাঃ বগুড়া, বর্তমান সাং-চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড, জেলা বগুড়া। এ সময় তাদের হেফাজত হতে ২০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বগুড়া সদর ফাঁড়ি পুলিশের পরিূর্শক মোঃ সুজন মিঞা জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।