October 13, 2024, 1:58 am
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরে অটোরিক্সা-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার বিকেলে পৌর শহরের আশেকপুর এলাকার বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল জলিল (৩০) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামের আবদুস সালামের ছেলে। আহতরা হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাস পুকুরিয়া গ্রামের শাকিল খানের ছেলে হাসান খান (১০) আর টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত. আবদুল গাফফারের ছেলে আলতাফ (৬০)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর মডেল থানার উপপরিদর্শক (এস.আই) আবদুস সালাম।
তিনি জানান, পৌর শহরের আশেকপুর এলাকার বুলবুল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান আর টাঙ্গাইলমুখী ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন অটোযাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।
তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যানের সহকারি আটক করা গেলেও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি। তবে এখনও আটক কাভার্ডভ্যানের সহকারি নাম পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।