December 7, 2023, 4:06 am

বগুড়ার শিবগঞ্জে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

শিবগঞ্জ প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ কৃষি অধিদপ্তরের ভর্তুকি মূল্যের কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে শিবগঞ্জ কৃষি অফিস চত্ত্বরে সরকারের ভর্তুকি মূল্যের ধানকাটার কম্বাইন্ড হারভেস্টার (কৃষিযন্ত্র) বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, অতিরিক্ত কৃষি অফিসার মোছলেমা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার সাহেলা আফরোজ সেতু, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হানিফ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, পলাশ চন্দ্র প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন, ৩৯ লক্ষ টাকা বাজার মূল্যের কমবাইন্ড হারভেস্টার ১৫লক্ষ ৭৫হাজার টাকা ভর্তুকিতে ময়দানহাট্টা ইউনিয়নের সফল কৃষক সোহেল রানাকে ২৩লক্ষ ২৫ হাজার টাকা জমা দিয়ে এ কৃষিযন্ত্র গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD