December 7, 2023, 3:08 am

নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

যমুনা নিউজ বিডি: নড়াইলে অভ্যন্তরীণ কোন্দলের জেরে জয়ন্তলালা ভদ্র জয় নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে নিজ দলের নেতাকর্মীরা। হামলার শিকার জয়ন্তনলাল জয় চন্ডিবরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সোমবার (২০ নভেম্বর) সদর উপজেলার নড়াইল-মাইজপাড়া সড়কের হাজীর বটতলায় এ ঘটনা ঘটে।

জয়ন্তকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, জয়ন্ত ও শরিফুল নামের তার এক সহযোগী নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-মাইজপাড়া আঞ্চলিক সড়কের হাজীর বটতলা নামক স্থানে পূর্ব থেকে অপেক্ষমান নিজ দলের প্রতিপক্ষের লোকজন তাদের গতিরোধ করে। এ সময় জয়ন্তকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়ন্তকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

দলে আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD