December 7, 2023, 3:34 am

সুইফটে রাশিয়ান অর্থ থাই মুদ্রায় স্থানান্তর

যমুনা নিউজ বিডি: রাশিয়ার মুদ্রা রুবলকে থাইল্যান্ডের মুদ্র ‘বাথ’-এ স্থানান্তর প্রক্রিয়া চালু করেছে রাশিয়ান ব্যাংক- টিঙ্কঅফ। এ ক্ষেত্রে টিঙ্কঅফ বিশ্বব্যাপী ব্যাঙ্কিং মেসেজিং সিস্টেম সুইফটের সাহায্য নিয়েছে।

টিঙ্কঅফের ব্যাংককের একজন প্রতিনিধির বরাত দিয়ে মঙ্গলবার ব্যবসায়িক দৈনিক আরবিকে জানিয়েছে, রাশিয়ার বৃহত্তম বেসরকারি ঋণদাতা টিঙ্কঅফ সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে থাই বাথে অর্থ স্থানান্তর শুরু করেছে। টিঙ্কঅফ-এর ওয়েবসাইটে থাইল্যান্ডকে আন্তর্জাতিক স্থানান্তরের জন্য একটি গন্তব্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংকটির ব্যক্তিগত গ্রাহকরা সুইফট-এর মাধ্যমে যেকোনো থাই ব্যাংকে তহবিল পাঠাতে পারবে।

আন্তর্জাতিক লেনদেনের জন্য মুদ্রার তালিকা প্রসারিত করার জন্য থাই বাথ ব্যবহার করে অর্থ স্থানান্তর টিঙ্কঅফের নীতির অংশ। বর্তমানে ব্যাংকটি সুইফট-এর মাধ্যমে চীন, পুয়ের্তে রিকো ও তুরস্কসহ ৩০ টিরও বেশি দেশে তহবিল পাঠায়।

সুইফট হলো বেলজিয়াম-ভিত্তিক একটি উচ্চ-নিরাপত্তা ব্যাংকিং মেসেজিং সিস্টেম, যা বিশ্বজুড়ে আর্থিক লেনদেনে সহায়তা করে থাকে। গত বছর, ইউক্রেন-রাশিয়া সংঘাত পরবর্তী নিষেধাজ্ঞার অংশ হিসাবে ইইউ মূল রাশিয়ান ব্যাংকগুলোকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করেছিল।

টিঙ্কঅফ রাশিয়ার এমন একটি ব্যাংক- যা ২০২২ সালে শীর্ষ ১০ ডিজিটাল ব্যাংকগুলোর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা দ্বারা নিষেধাজ্ঞার কবলে পড়ে ব্যাংকটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্যান্য ব্যাংক যেভাবে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে, টিঙ্কঅফ সেভাবে হয়নি। ইইউ-এর একটি পৃথক সিদ্ধান্ত অনুযায়ী, সুইফট থেকে টিঙ্কঅফের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

থাইল্যান্ড রাশিয়ানদের মধ্যে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, বিশেষ করে শীতকালে। আসন্ন মাসগুলোতে ভ্রমণ বৃদ্ধির কারণে দেশটিতে রাশিয়ানদের নগদ অর্থের উচ্চ চাহিদার সৃষ্টি হতে পারে। সে কারণেই হয়তো নতুন করে বাথে স্থানান্তর করা হচ্ছে রুশ মুদ্রা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD