December 7, 2023, 4:30 am
গাইবান্ধা প্রতিনিধি: নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি প্রফেসর ডা: সৈয়দ মইনুল হাসান সাদিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ডাঃ সাদিককে হাজির করা হয়। এরপর আসামি সাদিকের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. নুরুল ইসলাম। শুনানি শেষে বিচারক মো. আশেকে ইমাম আসামি সাদিকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকায় ডা. মঈনুল হাসান সাদিকের গ্রেফতারের বিষয়টি তার ছেলে ডা. আবির হাসান সাদিক নিশ্চিত করেছেন।