December 7, 2023, 4:26 am

চট্টগ্রামে দুইটি বাস ও একটি ট্রাকে আগুন

যমুনা নিউজ বিডি: জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে দুইটি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরের ওয়াসা মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ করছে।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে সেটির আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা দ্রুত নির্বাপণ করে ফেলে।

বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেখানে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রামের একাধিক স্থানে পক্ষে-বিপক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে। তফসিলকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। অন্যদিকে, তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD