December 7, 2023, 4:17 am

মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’র পোস্টার প্রকাশ

যমুনা নিউজ বিডি: দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবারের বড়দিনে প্রেক্ষাগৃহে ভক্তদের সামনে নতুন রূপে আসছেন। এ দিন মুক্তি পাচ্ছে তার চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘কাবুলিওয়ালা’। এতে মিঠুন চক্রবর্তী রহমতের চরিত্রে অভিনয় করেছেন।

চলতি বছরের শুরু থেকেই এ সিনেমা নিয়ে অনুরাগীদের বেশ কৌতূহল দেখা যাচ্ছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্প আজও ছোটদের কাছে ভীষণ আকর্ষণের। মঙ্গলবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক শিশুদিবস। এমন বিশেষ দিনে নির্মাতা সিনেমার পোস্টার প্রকাশ করলেন।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তায় কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি। সুমন ঘোষ পরিচালিত এ সিনেমার প্রেক্ষাপট এবং নির্মাণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। সিনেমায় মিনির চরিত্রে অভিনয় করেছে ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি।

অন্যদিকে মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD