December 7, 2023, 3:50 am

পরীমণি মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন : অপু বিশ্বাস

যমুনা নিউজ বিডি: চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বেশ সক্ষতা গড়ে উঠেছেন পরীমণির। পাশাপাশি আছেন নায়িকা তমা মির্জাও। কিছুদিন পর পরই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একসঙ্গে তাদের ছবি বা ভিডিও। এবার সেই কাতারে যুক্ত হলেন পূজা চেরীও। পরীমণি মেজো, তমা সেজো, পূজা আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

অপু বলেন, আমরা একে অপরের সাথে সর্বদা যোগাযোগ রাখি। ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বিধায় সম্পর্কটাও সুন্দর আছে।

পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপুদি’র ছোট বোন। আমরা প্রথম বারের মতো একসাথে ইন্টারভিউ দিচ্ছি আজ।

পূজা চেরি সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নূরজাহান’ সিনেমায় পূজা যা অভিনয় করেছে, তা হয়তো আমিও করতে পারতাম না। একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD