October 13, 2024, 2:31 pm
স্টাফ রিপোর্টার: ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। আজ শনিবার (১১ নভেম্বর) বিকেলে শহরের সাতমাথা থেকে র্যালে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সাংবাদিক আব্দুল মোত্তালিব মানিক, টি জামান নিকেতা, তপন কুমার চক্রবর্তী, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আব্দুস সালাম, কামরুল মোর্শেদ আপেল, সাবিয়া সাবরিন পিংকি সরকার, জুলফিকার রহমান শান্ত, শহিদুল ইসলাম দুলু, মাহফুজুল আলম জয়, ভিপি শেখ মতিউর রহমান, তারিকুল ইসলাম তারেক, তপন চন্দ্র দুলাল, শাহিনুর রহমান মন্টি, আহমেদুর রহমান বিপ্লব, ভিপি এম সুলতান আহম্মেদ, নজরুল ইসলাম বিটুল, আইয়ুব তরফদার, ফিদা হাসান খান টিটো, আব্দুস সাত্তার, গোলাম ফেরদৌস, উদয় কুমার বর্মন, ইফতারুল ইসলাম মামুন, মোস্তাফিজুর রহমান ভুট্টো, শাজাহান আলী, ইউনুস আলী টনি, আশিক আহম্মেদ, ফরহাদ হোসেন জুয়েল, মমিনুল ইসলাম চৌধুরী লিটন, জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম জনি, মাহমুদ আশরাফ মামুন, বনি আমিন মিন্টু, বাদশা আলমগীর।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে যুবলীগের সংগ্রাম অব্যহত রয়েছে। যে স্বপ্ন নিয়ে প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি যুবলীগের অগ্রযাত্রা শুরু করেছিলেন, সেই পথেই সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়। যুবলীগের ইতিহাস অপশক্তি ও অপরাজনীতির বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করছে।
মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। যুবলীগ নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। অতীতে যেমন আগুন সন্ত্রাস, নৈরাজ্য, দেশবিরোধি চক্রান্তের বিরুদ্ধে যুবলীগ রাজপথে সোচ্চার ছিল, এখনো রয়েছে। বক্তারা আরও বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে দক্ষ ও আলোকিত যুব সমাজের কোনো বিকল্প নেই।
তাই মেধাভিত্তিক, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক যুব সমাজ গড়তে হবে। যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে হতে হবে আদর্শবান ও দেশপ্রেমিক। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের অপরাজনীতি মোকাবেলায় যুবলীগের নেতাকর্মীদের রাজপথে সদা প্রস্তত থাকতে হবে।
সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির ধারা অব্যহত রাখতে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা, শহর ও সদরসহ বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এর আগে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা ও যুবলীগের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ।