October 14, 2024, 4:45 am
নাটোর প্রতিনিধি: নাটোরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। সড়কে তারা প্রায় আধা ঘণ্টা অবস্থান নেন। পরবর্তীতে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হওয়ার পর অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করেই স্থান ত্যাগ করেন অবরোধকারী এসব নেতাকর্মী।
সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের ফলে মহাসড়কে চলাচলকারী রাস্তার দুই পাশে একাধিক গাড়ি থেমে যায় ও যানজট দেখা দেয়। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের পক্ষে ও সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকে দলটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।