October 13, 2024, 2:30 pm
কোর্ট রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে বগুড়ায় অভিযুক্ত ২ হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো বগুড়া শহরের সেউজগাড়ী রেল কলোনীর মৃত কাশেম আলীর ছেলে ময়নাল হোসেন (৩৩) ও শহরতলীর পালশা সরকারপাড়ার মৃত সাঈদ আলী শেখের ছেলে আনোয়ার হোসেন (২৯)। সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন জামিনে যাওয়ার পর হতে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে। বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল, আজ রোববার (২৯ অক্টোবর) এই মামলার রায় দেন।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ২৮ মার্চ সন্ধ্যা সাড় ৬ টার দিকে র্যাব ১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ডিএডি মোশারফ হোসেন সঙ্গীয় র্যাব সদস্যদের নিয়ে শহরে ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে সেউজগাড়ী রেল কলেনীর সুইপার পট্টির দক্ষিণে পুকুরপাড়ে হেরোইন বিক্রির জন্য অবস্থান করাকালে সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন ও ময়নাল হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের নিকট হতে ১৪০ পুড়িয়া এবং ময়নাল হোসেনের নিকট হতে ১২৮ পুড়িয়া হেরোইন মোট ওজন ২০৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ জব্দ করেন। এব্যাপারে ডিএডি মোশারফ হোসেন বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এপিপি এড. নাছিমুল করিম হলি এবং আসামি পক্ষে এড. সুকমল চন্দ্র মন্ডল ও এড. তাজ উদ্দিন।