October 11, 2024, 12:31 pm
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত নুর আলম বগুড়া শহরের রহমান নগরের আবুল কালাম আজাদের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নুর আলম শহরের টিনপট্টি এলাকায় আইএসআরপ্লাস নামক একটি রড সিমেন্ট সাপ্লাই কোম্পানি পরিচালনা করতো। তার অপর দু’জন ব্যবসায়ীক পার্টনার হচ্ছে ইসতিয়াক হোসেন গাজী ও রিসাদ আল হাসান। ইসতিয়াক গাজী এর আগে পুলিশের হাতে আটক হয়েছে ও রিশাদ হাসান পলাতক রয়েছে। আসামিরা ২০১৫ সালে ব্র্যাক ব্যাংক থেকে ১৮ মাসের কিস্তিতে ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করে। পরবর্তীতে সেই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে ২০১৭ সালে ব্র্যাক ব্যাংক তাদের কোম্পানির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে। এরপর ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি আদালত রায় প্রদান করেন। আদালত তাদের বিরুদ্ধে অর্থদণ্ডসহ ছয় মাসের সাজা দেন।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত নুর আলম ও তার ওই পার্টনার ইস্টার্ন ব্যাংক ও মেঘনা ব্যাংকের ১ কোটি ৬০ লাখ আত্মসাৎ করে। এতে আরও দুটি মামলায় যথাক্রমে ছয় মাস ও এক বছর করে আরও সাজার রায় দেওয়া হয়েছে।