October 6, 2024, 12:18 am
প্রেস বিজ্ঞপ্তী ঃ ৬ অক্টোবর শুক্রবার বিকালে কক্সবাজার একটি অভিজাত রেষ্টুরেসেন্ট জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়ছার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সহ সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, প্রেসিডিয়াম সদস্য মোঃ কামাল হোসেন আজাদ, যুগ্ম মহাসচিব কাজী মাহমুদুল হাসান, জনকল্যাণ সচিব এড মোঃ জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, কক্সবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন হেলালী,সাধারণ সম্পাদক মোঃ উসমান গনি ইলি, চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি এস এম খালেক মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন সহ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কক্সবাজার সভাপতি কামাল হোসেন আজাদ এর অসুস্থতার কারনে নুর আমিন হেলালীকে কক্সবাজার জেলা কমিটি সভাপতি মনোনীত করা হয়। পরবর্তী ১ মাসের মধ্যে তারা পুর্নাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্র কমিটির কাছে প্রেরন করবে।