October 6, 2024, 12:08 am
যমুনা নিউজ বিডিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত মহাসমাবেশে ভাষণ দেন। বিকেলে টুঙ্গীপড়ায় তার পৈত্রিক নিবাসে যান। সেখানে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে যোগ দেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা-যশোর রেল সংযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টুঙ্গিপাড়ার বাসভবনে রাত্রিযাপন করে প্রধানমন্ত্রীর আগামীকাল বুধবার দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে এবং বিকেলে তিনি গণভবনে পৌঁছাবেন।
সূত্র : বাসস