December 7, 2023, 12:57 am
এস আই শফিক বগুড়া (সদর) প্রতিনিধিঃ অটোরিক্সা ছিনতাইকারী অন্য কেউনয়, আপনখালা ও ভাগ্নী। মহাস্থানে অটোরিক্সা ছিনতাইকালে মহিলা গ্যাং এর ২ সদস্য আটক। থানায় হস্তান্তর । জানা গেছে, মঙ্গলবার বিকালে বগুড়ার মহাস্থান যাদুঘর এলাকায় অটো ছিনতাইকালে মহিলা ছিনতাইকারী গ্যাং এর দুজন সদস্য বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের আব্দুল কাদেরের কন্যা রিক্তা(২৬) ও লাহিড়ী পাড়া ইউনিয়নের জোগাইপুর গ্রামের আঃগফুরের কন্যা রানী (৩৫) কে স্থানীয়রা অটোরিক্সা কালে হাতে নাতে আটক করে প্রথমে সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়ায় নিয়ে এসে সদর থানার পুলিশকে খবর দেয়া। উল্লেখ্য যে রিক্তা উত্তর বগুড়ার মহিলা ছিনতাইকারী গ্যাং এর সক্রিয় সদস্য। সে গত১৫ দিন পূর্বে যাত্রী সেজে বামনপাড়া গ্রামের অটোচালক দরিদ্র জুলহাসের পুত্র মানিকের অটো ভাড়া করে মমইনের পাশের্^ বালাকৈগাড়ী পাড়া এলাকায় নিয়ে যেয়ে চেতনা নাশক ঔষধ খাওয়াইয়া অটোরিক্সা ছিনতাই করে ড্রাইভারকে উলুঙ্গো অবস্থায় ফেলে রেখে যায়। ছিনতাইকারীদের খোঁজ খবর নেওয়ার জন্য মানিক তাদেরকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এরই একপর্যায়ে ছিনতাইকারী রিক্তা রানী২৬/৯/২৩ ইংতারিখে মহাস্থান যাদুঘরে অন্য একটি অটো ভাড়া করারসময় তার একসহযোগী সহ স্থানীয়রা তাদেরকে আটক করে বামনপাড়া নিয়ে এসে সদর থানা পুলিশকে খবর দিলে থানার এসআই রাসেল মহিলা পুলিশ সহসংগীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় মহিলা ছিনতাইকারী রিক্তা ও রানী এসময় বলেন বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথন গ্রামের দু,জন অটোড্রাইভার তাদের সাথে আছে। এলাকাবাসীর দাবী গরীব অটো চালক মানিকের ছিনতাইকরা অটোটি উদ্ধার করে তাদের মুখেআবারও হাসিফুটানোর জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী এবং রিক্তা গ্যাংদের আটক করে কঠোর শাস্তির দাবী জানান।