December 6, 2023, 11:09 pm

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত

ষ্টাফ রিপোর্টারঃ  বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। ‘‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ায় বুধবার  (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু । পরে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসনের বটতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্ত্বরে এসে শেষ হয়।

জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু , বিশেষ অথিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল-মারুফ, জেলা শিক্ষা অফিসার হজরত আলী, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মোস্তাফি। উপস্থিত ছিলেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন,বগুড়া কালেক্টরেট স্কুল এর প্রধান শিক্ষ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও পর্যটন এর কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD