October 16, 2024, 8:28 am

তামিমকে বিশ্বকাপে না রাখার বিষয়ে যা জানালেন নান্নু

যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশ ক্রিকেট বিশ্বের একমাত্র দেশ যারা সবার পরে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। যার পেছনে রয়েছে অজস্র কারণ। সেই এশিয়া কাপের আগে ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তন। এরপর থেকে যেন সবকিছুতেই বিসিবির অপেশাদারিত্ব ফুটে উঠেছে। দলের মিডেল অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা। বিশ্বকাপের এক মাসের চেয়েও কম সময়ে নতুন ক্রিকেটারদের ঝালিয়ে দেখা আরো কতো কি! সবকিছু চূড়ান্তরূপ ধারণ করে গতকাল মাঝরাতে। বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে টালমাটাল অবস্থা টাইগার ক্রিকেট বোর্ডের। আবারো নতুনভাবে হাজির সাকিব তামিম দ্বন্দ্ব। অবশেষে বিশ্বকাপ দল ঘোষণা, যেখানে নেই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল।

বিশ্বকাপ দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তামিমকে দলে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। প্রধান নির্বাচক বলেন, ‘তামিম ইকবালের অনেক দিন ধরেই ইনজুরি শঙ্কা। আপনারাও জানেন, ও ইনজুরি নিয়ে ফাইট করছিল। নিউ জিল‌্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পর একটা কমপ্লেইন এসেছে। সব মিলিয়ে সবকিছু বিবেচনা করে, ওর ফিটনেসের কথা চিন্তা করে, ইনজুরির যে কনসার্ন আছে এটা নিয়ে চিন্তা করেই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি।’

নান্নু আরো বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছিল। আমরা সবাই আলোচনা করে রিস্কে যেতে পারিনি। বিশ্বকাপ অনেক দিনের ব‌্যাপার। অনেকগুলো ম্যাচ। বিশ্বকাপ অনেক বড় ইভেন্ট। এসব কিছু চিন্তা করে তাকে নেওয়া হয়নি।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ তামিম, তানজিম সাকিব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD