December 7, 2023, 12:20 am

রাশিয়ার শীর্ষ নৌ কমান্ডারকে হত্যার দাবি ইউক্রেনের

যমুনা নিউজ বিডিঃ রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের শীর্ষ কমান্ডারসহ আরও ৩৩ জন কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং ওই হামলাতেই তারা প্রাণ হারান বলে দাবি করেছে কিয়েভ।

অবশ্য ইউক্রেনের এই দাবি সম্পর্কে কোনও মন্তব্য করেনি রাশিয়া। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সেভাস্তোপল বন্দরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের সদর দপ্তরে গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিমিয়ায় মস্কোর শীর্ষ অ্যাডমিরালসহ আরও ৩৩ জন অফিসারকে তারা হত্যা করেছে বলে ইউক্রেনের বিশেষ বাহিনী সোমবার জানিয়েছে।

ইউক্রেনের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ নিহত হন। অবশ্য ইউক্রেনীয় হামলায় রাশিয়ার অন্যতম ঊর্ধ্বতন এই নৌ কর্মকর্তা নিহত হয়েছেন কিনা রয়টার্স তা জানতে চাইলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তথ্যটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।

এর আগে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপলে অবস্থিত রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবাহিনীর সদর দপ্তরে গত শুক্রবার অন্তত একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে স্থানীয় গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছিলেন।

সেসময় তিনি সাধারণ মানুষকে শহরের কেন্দ্রস্থলটি এড়িয়ে চলতে অনুরোধ জানান এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে কাজ করার পাশাপাশি আশপাশের কিছু রাস্তা বন্ধ করে রাখা হয়েছে বলেও জানিয়েছিলেন।

মূলত ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া। গত বছর ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এই অঞ্চলটি ইউক্রেনীয় আক্রমণের শিকার হতে শুরু করে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা ও হামলার চেষ্টা বেশ বৃদ্ধি পেয়েছে।

রয়টার্স বলছে, সেভাস্তোপলে মস্কো-নিযুক্ত কর্তৃপক্ষ ক্রিমিয়াতে ইউক্রেনের ক্রমবর্ধমান আক্রমণ মোকাবিলার জন্য অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। গুরুত্বপূর্ণ এই অঞ্চল থেকে ১৯ মাস-ব্যাপী যুদ্ধে ইউক্রেনে বহুবার বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

আর সেখানেই ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম শীর্ষ এই অ্যাডমিরালের নিহত হওয়ার বিষয়টি যদি নিশ্চিত করা হয়, তাহলে সোকলভের হত্যাকাণ্ডটি হবে ক্রিমিয়ার ওপর ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে উল্লেখযোগ্য হামলাগুলোর মধ্যে একটি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD