December 7, 2023, 12:54 am

বগুড়ায় ডেঙ্গুতে নারীসহ দুজনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরও ১৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

সোমবার বিকেল চারটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. যাকারিয়া রানা এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার ভোরে মিনি খাতুন (৫৫) এবং রোববার রাতে আকরামুল হক (৬৮) চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে মারা যান।

মিনি খাতুন বগুড়ার সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী। আর আকরামুল আদমদীঘি উপজেলার শালগ্রামের বাসিন্দা।

সহকারী পরিচালক ডা. যাকারিয়া রানা জানান, আকরামুল গত ২১ সেপ্টেম্বর শজিমেক হাসপাতালে ভর্তি হন। তার দুদিন পর ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হন মিনি খাতুন। গতকাল রোববার রাত ৮টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় আকরামুল হক মারা যান । পরদিন সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মিনি খাতুনের মৃত্যু হয়।

ডা. যাকারিয়া রানা বলেন, দুজনের বয়স বেশি। এছাড়া তাদের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল।

বগুড়া জেলা সিভিল সার্জন অফিস সূত্র বলছে, এ নিয়ে বগুড়ায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) জেলায় নতুন করে আরও ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৫ জন ভর্তি আছেন। মোহাম্মদ আলী হাসপাতালে ১৪জন এবং বাকি ২৫ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD