জুম্মাার নামাজ আদায়ের পর হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লিরা খতিবের ঘোষণায় শুনলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হবে। শুক্রবার জুমার নামাজ আদায় ও আল্লাহর এই ওলির মাজার জিয়ারত করতে সারাদেশ থেকে হাজার হাজার মুসল্লিদের সমাবেশ ঘটে মহাস্থানগড়ে। নিয়মিত নামাজ আদায়কারী অনেক মুসুল্লিদের মতে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করার জন্য মহাস্থান তিন তলা মাজার মসজিদ ও তার আশপাশ এলাকায় অর্ধ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায়ে শরিক হয়ে থাকেন।
তাদের মধ্যে থাকেন আল্লাহর কতো মুখলিছ ও সালেহ বান্দা । মুনাজাতে যাদের হাত উঠলে মালিক তার রহমতের অফুরন্ত ভান্ডার খুলে দিলে তার ভান্ডার শেষ হয়না।