October 4, 2024, 5:41 am
ষ্টাফ রিপোর্টারঃ চাঁদার দাবীতে বগুড়া আই এইচ টি’র হোস্টেলে ছাত্রকে আটক রেখে মারপিটসহ হত্যার হুমকি ও প্রতারণা করে আত্মসাতের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় হাজতি আসামি সাবেক ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
সে শহরের রহমাননগরের মৃত সুমেন কুমার ঘোষের ছেলে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ওই আসামির জামিনের আবেদন শুনানী শেষে ওই আদেশ দেন।
উল্লেখ্য, বগুড়া আইএইচটি’র ৩য় বর্ষের ছাত্র শাহরিয়ার হোসেন কর্তৃক বগুড়া সদর থানায় গত ২ সেপ্টেম্বর দায়েরকৃত এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সে ওই প্রতিষ্ঠানের ক্যাম্পসের হোস্টেলে থাকে। ওই প্রতিষ্ঠানের হোস্টেলের ২১৮ নম্বর কক্ষে বহিরাগত আসামি সজল কুমার ঘোষ দীর্ঘ দিন হতে অবস্থান করে প্রতিমাসে ছাত্রদের খাবারের বিল হতে চাঁদা তুলে টাকা আত্মসাত করে।
গত ২৪ আগস্ট রাত ৯ টায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শাহরিয়ার হোসেনকে আসামি সজল কুমার ঘোষ তার রুমে ডেকে নিয়ে আটক করে রাখে এবং তার কাছ হতে ১ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে কিল ঘুষি মেরে পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়।
এসময় তার চিৎকারে অন্যান্য ছাত্র এগিয়ে এসে তাকে ওই আসামির কবল থেকে রক্ষা করে। ওই আসামির নির্যাতন ও অত্যাচরে শিক্ষার্থীগণ অবস্থান কর্মসূচী করে মর্মে উল্লেখ করা হয়েছে। আসামি সজলকে পুলিশ গ্রেফতার করে গত ১২ সেপ্টেম্বর আদালতে সোপার্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।