October 13, 2024, 1:41 pm
ধুনট প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে নগদ অর্থ, স্বর্ণের গহনা এবং মোবাইল চুরির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর মধ্যপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে চোর চক্রটি হেউটনগর মধ্যে পাড়া গ্রামের সোহেল রানার বসতঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘর থেকে ১টি মোবাইল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ব্যবহৃত গৃস্থালি জিনিসপত্র লুটে নেয়। পরদিন ভোরে ঘুম থেকে উঠে সোহেল রানার পরিবারের সদস্যরা ঘরে সিঁধ কাটা দেখতে পায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালের পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রাকিবুল ইসলাম লালমিয়া।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এখন পর্যন্ত চুরির ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।