October 11, 2024, 5:28 am
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের একজন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে গতকাল বুধবার রাতে আটক করা হয়েছে। উপজেলার ধামইরহাট ইউনিয়নের হরিতকীডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম সুজন বাবু (২৪)।
সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিয়ারস মামুদপুর গ্রামের কোবাত মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক জেলহাজতে পাঠানো হয়েছে। তার সহযোগী একই জেলার ফুলবাড়ী উপজেলার নূর মোহাম্মদ (৩০) কৌশলে পালিয়ে যায়।
এব্যাপার ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে রাতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী সুজন বাবুকে আটক করা হয়। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।