October 16, 2024, 6:26 am

সারিয়াকান্দিতে খাদ্য বান্ধব কর্মসূচির ১০৬বস্তা চাল জব্দ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০৬ বস্তা চাল জব্দ করেছে স্থানীয়রা। জব্দকৃত চালগুলো উদ্ধার করে সারিয়াকান্দি থানার হেফাজতে রাখা হয়েছে।

থানার সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার কাজলা ইউনিয়নের বেড়াপাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি রাস্তায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল জব্দ করে স্থানীয় গ্রামবাসীরা। এ সময় ব্যাটারি চালিত অটোরিকশাযোগে চালগুলো কালোবাজারি করার পরিকল্পনা করছিল স্থানীয় অজ্ঞাত অসাধু ব্যবসায়ীরা।

পরে চালগুলো আটক করে সারিয়াকান্দি পুলিশকে সংবাদ দেয়। এরপর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩০ কেজি ওজনের ৯৩ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৩ বস্তা চাল জব্দ করে সারিয়াকান্দি থানায় নিয়ে আসে।

জব্দকৃত চালের পরিমাণ ৩ হাজার ৪৪০ কেজি। এ বিষয়ে থানার উপ পুলিশ পরিদর্শক হোসেন আলী বাদি হয়ে একটি চাল কালোবাজারির মামলা দায়ের করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, দুর্গম চরাঞ্চল থেকে চালগুলো উদ্ধার করে গতকাল রবিবার রাত সাড়ে বারোটার দিকে থানায় নিয়ে আসা হয়। চাল কালোবাজারির সাথে জড়িতদের আটক করতে আমাদের তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD