October 4, 2024, 5:50 am

বেইজিংয়ে শি জিন পিংয়ের সঙ্গে জাম্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক

যমুনা নিউজ বিডিঃ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘সিসিটিভি’ এ খবর জানিয়েছে।

সূত্র মতে, শুক্রবার উভয় নেতার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এ সময়ে শি জিনপিং বলেছেন, দুই দেশের বন্ধুত্ব আন্তর্জাতিক অনেক ঝড় ও পরিবর্তন সহ্য করেছে।

তিনি আরও বলেছেন, নতুন এই যুগে সমান সমান সহযোগিতার জন্যে এই বন্ধুত্বকে অক্ষয় অনুপ্রেরণায় রূপান্তর করতে চীন আগ্রহী।

এদিকে হিচিলেমা বলেছেন, বিশ^ পরিবর্তনে চীনের ভূমিকাকে জাম্বিয়া ইতিবাচকভাবে দেখে।

উল্লেখ্য, হিচিলেমা ২০২১ সালে দায়িত্ব শুরুর আগে থেকেই চীন জাম্বিয়ায় নতুন বিমানবন্দর, সড়ক ও জ¦ালানি প্রকল্পসহ বৃহৎ অবকাঠামো খাতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।

তবে হিচিলেমার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও দিন দিন আরও নিবিড় হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্রের জন্য হিচিলেমার অঙ্গীকারের প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD