October 11, 2024, 12:24 pm
শাজাহানপুর প্রতিনিধিঃ ষপ্রকল্প বিক্রির অভিযোগে এমপি বাবলুর বিরুদ্ধে মানববন্ধন বগুড়া প্রতিনিধিঃ বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের আলোচিত-সমালোচিত এমপি রেজাউল করিম গোলবাগী ওরফে রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে টাকার বিনিময়ে কাবিখা-কাবিটা, টিআর, এডিবি প্রকল্প বিক্রিসহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক পাশে উপজেলা সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে দুর্নীতির তথ্য প্রমাণসহ শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীগণ। মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত এমপি বাবলুর সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও সরকারী বরাদ্দে তার স্বজনপ্রীতি নিয়ে ভুয়া প্রকল্প বাতিল চাই, দুর্নীতিবাজ এমপির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় বিক্ষিপ্তজনতা এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পাশাপাশি সঠিক তদন্ত মাধ্যমে এমপির প্রকল্প বাতিলে প্রশাসনের নিকট অনুরোধ করেন। এমপির এমন প্রকল্প বাতিল না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে।