October 11, 2024, 5:38 am
যমুনা নিউজ বিডিঃ নৌবাহিনীকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে ‘কৌশলগত পারমাণবিক হামলার সাবমেরিন’ তৈরির দাবি করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় টহলরত নৌবহরে এটিকে যুক্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
কেসিএনএ বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বুধবার উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় তিনি জানান, নৌবাহিনীকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রে শক্তিশালী করার অংশ এটা। কিম বলেন, ‘সাবমেরিনটির নাম হিরো কিম কুন ওকে। এটির উৎক্ষেপণ ডিপিআরকে-কে শক্তিশালী করার নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।’
উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নামের সংক্ষেপ ডিপিআরকে। অনুষ্ঠানে কিম আরও বলেন, ‘স্থল বাহিনীকে উন্নত এবং ভবিষ্যতে নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে।’