September 26, 2023, 10:52 pm
নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে এক আওয়ামী লীগ নেতার প্রায় এক হাজার মরিচ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তার দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ওই কৃষক। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে পৌর এলাকার নামুইট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত চারমাস আগে নন্দীগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নামুইট মাঠে সাড়ে ১৬ শতক জমিতে দুই হাজার ৩০০ টি কাঁচা মরিচের চারা রোপন করেন। ইতিমধ্যে গাছে প্রচুর পরিমাণ কাঁচা মরিচ ধরা শুরু করেছে। এরমধ্যেই বৃহস্পতিবার রাতে দূর্বৃত্তরা প্রায় এক হাজার কাঁচা মরিচের গাছ উপড়ে ফেলে দিয়েছে। এতে করে তার প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়।
মরিচ চাষি আব্দুল মান্নান বলেন, প্রতিবছরই আমি মরিচসহ বিভিন্ন ফসল চাষ করি। এবারও মরিচ চারা রোপন করেছিলাম। গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। প্রতিপক্ষরা প্রায় এক হাজার মরিচ গাছ উপড়ে ফেলেছে। তার গ্রামে রাজনৈতিক মতবিরোধ রয়েছে। তাই বলে গাছের সাথে এ কেমন শত্রুতা? জমির গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। হয়তো তারাই মরিচ গাছ উপড়ে ফেলে আমার ক্ষতি করতে পারে।
পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহিরুল ইসলাম বলেন, সে কারো কখনো ক্ষতি করেনি। অথচ রাতের আধারে দূর্বৃত্তরা তার মরিচ ধরা গাছ উপড়ে ফেলেছে। বিষয়টি দুঃখজনক। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, এটা অমানবিক। পূর্বে শত্রুতার জের এই ঘটনা ঘটাতে পারে। ক্ষতিগ্রস্থ মরিচ চাষিকে কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগীতা করা হবে।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন আলী বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।