September 24, 2023, 3:52 am

পাকিস্তানে জঙ্গি হামলায় চার সেনার মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুইটি জঙ্গি হামলায় চার পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর ওয়াজিরিস্তানে সীমান্ত চেক পোস্টের কাছে। সেখানে আত্মঘাতী বিস্ফোরণে তিনজন সেনার মৃত্যু হয়।

পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী বোমারুর লক্ষ্য ছিল চেক পোস্টে গিয়ে বিস্ফোরণ ঘটানো। সেটা করতে পারলে হতাহতের সংখ্যা অনেক বাড়ত। কিন্তু সেখানে যাওয়ার আগে তিনজন সেনা তাকে থামায়। তারপরই ওই জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। তিনজন সেনাও মারা যায়।

বৃহস্পতিবারই আফগান সীমান্তের কাছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে একজন পাকিস্তানি সেনা অফিসারের মৃত্যু হয়েছে।

৩৩ বছর বয়সী ওই অফিসারের নেতৃত্বে সেনা জওয়ানরা খাইবার এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। সেই সময় জঙ্গিদের গুলিতে অফিসারের মৃত্যু হয়।

পরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, তাদের গুলিতেই সেনা অফিসার মারা গেছেন। তবে প্রথম ঘটনার দায় কেউ এখনো স্বীকার করেনি।

একটি সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে ২৭১টি জঙ্গি হামলা হয়েছে। তাতে ৩৮৯ জন মারা গেছেন। এই সময়ে জঙ্গি হামলার পরিমাণ ৭৯ শতাংশ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD