October 3, 2023, 1:13 pm

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন মারা গেছেন

যমুনা নিউজ বিডিঃ  সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামাল উদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৫ জুলাই) ভোরে চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন বলে গণমাধ্যমকে জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি বলেন, কামাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা রেখে গেছেন।

১৯৪৮ সালে চট্টগ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কামাল উদ্দিন আহমেদ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক জানিয়েছেন। এ ছাড়া তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD