September 28, 2023, 12:02 am
গত ৩ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমহনীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত হওয়ার ঘটনায় বাস চালকের বিরুদ্ধে হত্যা মামলা, ময়নাতদন্ত ছাড়া দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ দাফন, দুর্ঘটনা কবলিত বাস পুলিশের হেফাজতে থানায় না নেওয়ায় বুধবার চারমাথা বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করবে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি।
৪ জুলাই সমিতির পক্ষ থেকে জানান হয়েছে, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জের প্রত্যাহার, ড্রাইভারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে দুপুর ১২ টায় বগুড়া নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ রেখে সমাবেশ করা হবে। সমাবেশে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হবে। দবি আদায় না হলে ২৪ ঘন্টা পর ওই রুটে বাস চলাচল বন্ধ করা হবে। খবর বিজ্ঞপ্তির।