September 27, 2023, 9:25 am

পূর্ব ইউক্রেনে প্রবল লড়াই চলছে

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেন সোমবার বলেছে, তার বাহিনী গত সপ্তাহে পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের ৩৭ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মালিয়ার বলেন, ইউক্রেনের বেশিরভাগ জয় দেশের দক্ষিণাঞ্চলে ছিল। গত সপ্তাহে ২৮ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী মেলিটোপল এবং বারডিয়ানস্ক এলাকায় আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া যে অঞ্চলটি দখল করেছিল তা ফিরিয়ে নিতে জুনের শুরুতে ইউক্রেন পাল্টা আক্রমণ শুরু করে।

আগ্রাসান সংক্রান্ত অপরাধ
সোমবার দ্য হেগে নতুন একটি সেন্টার খোলা হয়েছে যা ইউক্রেনের প্রতি আগ্রাসনের সাথে যুক্ত সম্ভাব্য রুশ অপরাধের তদন্ত এবং প্রমাণ সংগ্রহের ওপর জোর দেয়।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য প্রসিকিউশন অফ দ্য ক্রাইম অফ এগ্রেসন (আইসিপিএ) ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) পাশাপাশি কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার করতে পারে, তবে আগ্রাসনের অপরধের বিচার করার এখতিয়ার এটির নেই।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত মাসে বলেছিল, নতুন আইসিপিএ ‘ইউক্রেনে সংঘটিত নৃশংস অপরাধের বিচারের জন্য ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তদন্তের অংশ হিসেবে আইসিপিএ যুদ্ধে রুশ কর্মকর্তাদের ভূমিকা পরীক্ষা করবে।

রাশিয়া বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করা বা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD