October 3, 2023, 1:31 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়া’র কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত ও এলাকার ত্রাস হিসেবে পরিচিত আতা বাহিনীর প্রধান আতাউর রহমান আতাকে (২৭) বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।
গতকাল রোববার রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে কাহালু থানার এস.আই আনহারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবা কলমা গ্রামের তিন মাথা এলাকা থেকে গ্রেফতার করে। সে শিবা কলমা (মুসলিম পাড়া) গ্রামের আব্দুর রাজ্জাক সোনারের ছেলে। গ্রেফতারের সময় তার কাছে থাকা ১১ ইঞ্চি সাইজের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত আতার নেতৃত্বে মালঞ্চা ইউনিয়ন এলাকায় তার একটি সক্রিয় সন্ত্রাস বাহিনী রয়েছে। এ বাহিনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চাঁদাবাজি, জমি দখল, সাধারণ মানুষকে মারপিট করাসহ বিভিন্ন্ অপরাধে জড়িত। প্রাণের ভয়ে এলকার কোন মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না।
উল্লেখ্য তাদের অপকর্মের প্রতিবাদ করায় গত ৬ জুন রাত সাড়ে ৯ টার দিকে কলমা বাজার এলাকা থেকে আতাসহ তার বাহিনীর সদস্যরা মালঞ্চা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউ’পি সদস্য আব্দুস সামাদকে(৬০) তুলে নিয়ে নির্জন স্থানে তাকে বেদম প্রহার করে তার বাম পা ভেঙে ফেলাসহ গুরুতর ভাবে আহত করে তাকে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়।
ঘটনার পরপর তাকে কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সামাদ বাদি হয়ে কাহালু থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুুলিশ গত ৯ জুন মামলার ২ নং আসামী শিবাকলমা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে ইউসুফকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। তবে মামলা দায়ের পর থেকে আতা সহ তার বাহিনীর সদস্যগন গা ঢাকা দেয়।
কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, আতার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা এবং শাজাহানপুর থানায় ১টি হত্যা মামলা সহ ৬টি মামলা রয়েছে। আতাকে আজ সোমবার (৩ জুলাই) কোর্টে পাঠানো হয়েছে।