September 27, 2023, 9:48 am

তেজগাঁওয়ে প্রাইভেটকারের ভেতর থেকে দুই মরদেহ উদ্ধার

যমুনা নিউজ বিডিঃ রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে নারী-পুরুষসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন দেলোয়ার (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪১)।

আজ বুধবার (৭ জুন) সকাল সারে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম। এর আগে সকাল সারে ৭টার দিকে প্রাইভেটকারের ভেতরে দুটি মরদেহের সংবাদ পায় পুলিশ।

তিনি জানান, খবর পেয়ে তেজগাঁও এলেন বাড়ি স্টাফ কোয়াটার এলাকার একটি প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিস্তারিত উদঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, ধারণা করা হচ্ছে যৌন উত্তেজক ওষুধ খেয়ে তারা মারা গেছেন। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD