September 28, 2023, 1:17 am
যমুনা নিউজ বিডিঃ অ্যাজমা বা হাঁপানি রোগীদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন:
* ভাপসা গরমের সময় অ্যাজমা বাড়ে।
* হাপানি থাকলে ঋতু বদলের সময় সতর্ক হোন।
* যেসব খাবার খেলে হাঁপানি বাড়ে সেগুলো বাদ দিন।
* পশুর লোম, কার্পেটের ধুলা, পোকা ও পতঙ্গ থেকে সাবধান থাকতে হবে।
* বাইরে গেলে সঙ্গে করে ইনহেলার নিন।
* অপ্রচলিত চিকিৎসা বা টোটকা অনেক সময় বিপদের কারণ হতে পারে।