September 26, 2023, 5:56 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল কাহার নামে এক কলেজ শিক্ষার্থীর আহত হওয়ার খবর মিলেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে বগুড়া রেলস্টেশনের চত্বরে এই ঘটনা ঘটে
আব্দুল কাহার সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিবিএ বিভাগের শিক্ষার্থী।
আব্দুল কাহার জানান, আগামীকাল তার সাব-ইন্সপেক্টর (এসআই) পরীক্ষা আছে। তিনি দোলনচাঁপা এক্সপ্রেসে বগুড়া স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্য রেলস্টেশনে বসে ছিলেন৷ এসময় কিছু ছেলে স্টেশন কাউন্টারের গেট ভাংচুর করছিল। সেটা দেখে তিনি সরে আসার সময় ছেলেগুলো তার দিকে ছুটে এসে কিল-ঘুষি দেয় ও পায়ে ছুরিকাঘাত করেন।
স্টেশনের পাশে এমন একটি ঘটনা ঘটেছে বলে খোঁজ পেয়েছেন বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।
তিনি বলেন,খোঁজ নিয়ে আরও বিস্তারিত বলতে পারব।