April 20, 2024, 8:43 am

এবার মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় সুদান

যমুনা নিউজ বিডিঃ সংঘাত কেন্দ্র করে সুদানের ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সতর্ক করে জানিয়েছে, উত্তর-পূর্ব আফ্রিকার দেশটিতে শান্তি নষ্টকারী সবাইকে ‘জবাবদিহি করতে হবে’। আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সুদানের সেনাবাহিনী এবং প্যারা মিলিটারি ফোর্স সংঘাতে জড়িয়েছে তার জেরে এই নিষেধাজ্ঞা।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে সুদানের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট দুইটি সশস্ত্র গোষ্টি এবং প্যারা মিলিটারি সম্পৃক্ত আরও দুটি সশস্ত্র গোষ্ঠী। হোয়াইট হাউস জানিয়েছে, যারা সহিংসতার পেছনে কলকাঠি নাড়ছেন তাদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কিন্তু তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও সহিংসতা অব্যাহত আছে। এটা মানবিক সহায়তা সরবরাহকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে খার্তুম এবং দারফুরে রক্তপাতের পরিধি এবং মাত্রা ভয়ঙ্কর। আরএসএফ এবং সুদানের সামরিক বাহিনীর দুই প্রতিদ্বন্দ্বী জেনারেলের নেতৃত্বে এপ্রিলের মাঝামাঝি থেকে লড়াই চলছে। সহিংসতায় শত শত নারী-পুরুষ নিহত হচ্ছে। এ ছাড়া ১.৩ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের রাষ্ট্রক্ষমতা দখল করে তারা। কিন্তু আরএসএফকে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD