September 20, 2024, 6:52 am
ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগে সহ সভাপতি ম.আব্দুর রাজ্জাক গতকাল মঙ্গলবার বগুড়া সোনাতলা উপজেলা ভেলুরপাড়া,সোনাকানিয়া বাজার, মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে গনসংযোগ করেন।পাকুল্লা ইউনিয়ন পরিষদ চত্বরে পথ সভায় বক্তব্য রাখেন।বগুড়া ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী ম আব্দুর রাজ্জাক বলেন আগামী সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে জনগনের পাশে থেকে কাজ করতে চাই।গনতন্তের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে নৌক দিবেন তার পাশে আমরা কাজ করব।সোনাতলা এলাকায় যে সমস্ত অসম্পূর্ণ কাজ আছে সেগুলো সম্পন্ন করতে চাই।
যারা মিথ্যাচারে লিপ্ত হয়ে বাংলাদেশ কে পিছিয়ে দিতে চায় তারা কখন আমাদের দেশে কে ভালবাসেনা এরা রাষ্ট্রের শত্রু। দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে গণরায় দেয়ার আহবান জানান তিনি।
মঙ্গলবার ওই গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সভাপতি ভি পি সাজেদুর রহমান সাহীন,সাধারন সম্পাদক জুলফিকার রহমান শান্ত,জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আহসান হাবীব বাঁধন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা,সাধারন সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহান সাগর, উপজেলা ছাত্রলীগ নেতা পলাশ আহমেদ, ইবনে শ্রাবন, হাবিব সহ, বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।