March 29, 2024, 9:47 am

জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে সব পদক্ষেপ নেব : ইসি রাশেদা

যমুনা নিউজ বিডিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

সোমবার (২৯ মে) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতের নির্বাচনগুলোতে কমিশন আরও কঠোর হবে।

তিনি বলেন, গাজীপুরে সিটি করপোরেশন নির্বাচন কতটা নিরপেক্ষ হয়েছে জনগণ সেই রায় দেবে। কমিশন আগেও চেয়েছে ভবিষ্যতেও চাইবে যেন সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। মানুষ যেন আসে এবং ভোট দিয়ে চলে যেতে পারে এটাই কমিশনের প্রধান উদ্দেশ্য।

এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে কে আসবে, না আসবে সেটা তাদের ব্যাপার। নির্বাচন কমিশনের পক্ষে কাউকে প্রার্থী করার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD