April 18, 2024, 5:39 pm

দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসেনি : মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসেনি। অনেক বৃহৎ শক্তিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বারবার দেশের স্বার্থকে তুলে ধরার চেষ্টা করেছেন। তার দূরদর্শী সম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের বুকে একটি বিষ্ময় হয়ে দাঁড়িয়েছে। অনেক হুমকির প্রতিউত্তর করার সৎ সাহস বঙ্গবন্ধুর পরে কেবলমাত্র জননেত্রী শেখ হাসিনারই আছে। সোমবার (২৯ মে ২০২৩) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২৩’ এর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কৃষকের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। ভুর্তুকি প্রদান করে কৃষিকে যান্ত্রিকিকরণ করেছেন। কৃষকেরা এখন সহজেই সার, বীজ, কীটনাশক পায়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সরিফুল ইসলাম। এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি। এরপর তার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে মেলায় অংশ নেয়া ২০ টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD