নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার ফোকপাল এলাকার রাস্তার নতুন কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। ৭৪ লাখ ৯০ হাজার ২৭৫ টাকা সরকারি অর্থায়নে মহাসড়ক হতে পৌরসভার ফোকপাল অভিমুখে ১২৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজ শুরু হলো।
সোমবার সকালে এ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। এরপর বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান, প্যানেল মেয়র মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, উপ-সহকারি প্রকৌশলী অসীম কুমার, মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, রফিকুল ইসলাম অপু, ববিতা খাতুন, ঠিকাদার নুরুল ইসলাম বিশু, স্থানীয় আলহাজ্ব তাছির উদ্দিন, কামাল হোসেন, হবিবুর রহমান হবি, ঈমান আলী, সাবেক ইউপি সদস্য সাহেব আলী প্রমুখ। এদিন পৌর সদরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন করেন মেয়র আনিছুর রহমান। পরে তিনি পৌরসভার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।