September 18, 2024, 3:56 pm

নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক পায়েল

নড়াউল প্রতিনিধিঃ নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ শেখ এবং সাধারণ সম্পাদক চৌধুরী নাহিদ ইকবাল পায়েল। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এস এম পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। আগামি তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে গত ২৫ মে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

নবনির্বাচিত সভাপতি ফিরোজ শেখ এবং সাধারণ সম্পাদক পায়েল বলেন, আগামি সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তি করতে হবে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগ মাঠে থেকে কাজ করতে বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD