May 28, 2023, 11:31 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল কাদের পেশ ইমাম, বায়তুর রহমান সেন্টাল মসজিদ।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে ইমাম বিশেষ খুতবা দেন। এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের জামাত।
সকাল ৭টা থেকেই বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ঈদগাহের বিশাল মাঠে মুসল্লি কানায় কানায় ভরে যায়।
এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে বগুড়াা কেন্দ্রীয় ঈদাহের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই পুলিশ তল্লাশি করেন।
অন্যদিকে বগুড়া আযিযুল হক কলেজ মাঠে,বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা, বিশ্বশান্তি, পারস্পরিক ভ্রাতৃত্ব ও উন্নত আখলাক গড়া, আল্লাহর কাছে নিজেদের রাগকে বশ, নাফরমানিকে ঘৃণা, ভালোবাসা ছড়িয়ে বিশ্ব মুসলিম ভাতৃত্ব গড়ার বিশেষ আর্জি জানানো হয়।