September 16, 2024, 11:31 pm
যমুনা নিউজ বিডিঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের কালিতলা এলাকার ৩ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সহধর্মীনি জোবাইদা আহসান জবা।
এসময় তিনি বলেন, পবিত্র ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। ঈদের সম আনন্দ সকলে মিলে ভাগাভাগির করার নিমিত্তে তিনি আপনাদের মাঝে উপহার সামগ্রী পাঠিয়েছেন। এ সরকার দুখী মানুষের ভাগ্যেন্নায়নে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয় তিনি স্মার্ট বাংলাদেশে বির্নিমানে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা নিঝুম, অনিক, নওশের, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল, রশিদসহ প্রমুখ।