September 20, 2024, 4:19 pm

বগুড়ার সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা ম. রাজ্জাক এর ঈদ উপহার

ষ্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদ উপহার নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে সহস্রাধিক অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, সেমাই, তেল, চিনি, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, কেন্দ্রীয় ছাত্রনেতা আহসান হাবিব বাধন, নাইমুর রাজ্জাক তিতাসসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ম. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি যে কি কারনে আন্দোলন করছে তারা নিজেরাই জানে না, তবে এটা মনে হয় যে,তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে, ধ্বংসাত্বক কর্মকান্ড করে ধারাবাহিক উন্নয়ন ব্যাহত করতে চায়।
একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় দেশ ও জনগনের কল্যানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন, তা বাধাগ্রস্থ করে ৩য় কোন পক্ষকে আমন্ত্রন জানানো বা পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেস্টা করছে বিএনপি। এদের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে উপজেলার সহস্রাধিক মানুষের হাতে ঈদ উপহার হিসেবে তুলে দেন স্বেচ্ছাসেবকলীগের এই শীর্ষ নেতা। এসময় বুধবার সোনাতলা উপজেলায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD