September 16, 2024, 10:58 pm
ষ্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়া জেলার ১২টি উপজেলা ও ১২টি পৌরসভায় ভিজিএফের চাল পাচ্ছে ২ লাখ ৯ হাজার ৪৯৯ পরিবার। আগামী ১৫ এপ্রিলের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে এসব চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সুত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় ১০৮টি ইউনিয়নে বিতরণের জন্য ১ লাখ ৭০ হাজার ৯৯১ টি কার্ড এবং ১২টি পৌরসভায় ৩৮ হাজার ৫০৮টি কার্ড বরাদ্দ পাওয়া গেছে। এই কার্ডের বিপরীতে অসহায় ও দুস্থদের জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
অফিস সুত্রে আরো জানা গেছে, জেলায় সারিয়াকান্দি উপজেলায় সর্বোচ্চ ২৩ হাজার ৪০ জন, ধুনট উপজেলায় ২২ হাজার ৮২৭জন,গাবতলী উপজেলায় ২২ হাজার ১২ জন, শিবগঞ্জ উপজেলায় ২০ হাজার ৩৮৪ জন, শেরপুর উপজেলায় ১৬ হাজার৬৭৯ জন, সোনাতলায় উপজেলায় ১৫ হাজার৩৭৭ জন, নন্দীগ্রাম উপজেলায় ১০ হাজার ৫৫১ জন,আদমদিঘী উপজেলায় ৯ হাজার ৬৮৬জন,দুপচাচিঁয়া উপজেলায় ৮ হাজার ৬৫৬ জন,কাহালু উপজেলায় ৮ হাজার ৪৬৯জন, বগুড়া সদরে ৭হাজার ৪৮জন ও শাজাহানপুর উপজেলায় ৫ হাজার ৪৬২জনকে ইউনিয়ন পর্যায়ে চাল দেয়া হবে।
এছাড়া ১২টি পৌরসভার মধ্যে প্রথম শ্রেণির ৫টি পৌরসভায় ৪ হাজার ৬২১ জন করে ২৩ হাজার ১০৫ জন, দ্বিতীয় শ্রেণির ৩টি পৌরসভায় ৩ হাজার ৮১টি করে ৯ হাজার ২৪৩ জন এবং তৃতীয় শ্রেণির ৪টি পৌরসভায় ১ হাজার ৫৪০ টি করে ৬ হাজার ১৬০ জনকে এই চাল দেয়া হবে।
বগুড়া জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষ্যে এই চাল বিতরণনের জন্য চিঠি দেয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে এই চাল বিতরণ করা হবে।