September 20, 2024, 6:51 am

বগুড়ায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবসের র‌্যালী

ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই র‌্যালি বের করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামীম কামাল শামীম, নির্বাহী সদস্য ইমদাদুল হক রত্ন, আল রাজী জুয়েল, গোলাম রব্বানী, সহিদুল ইসলাম স্বপন, দিলুরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, সাবেক কোষাধ্যক্ষ এ্যাডোনিস তালুকাদার বাবু, ক্লাব কর্মকর্তা জাকির হোসেনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD