September 18, 2024, 3:47 pm

প্রথম আলোর সম্পাদককে গ্রেফতারের দাবিতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবসের কটুক্তি, হলুদ সাংবাদিকতা ও Child Exploitation এর অপরাধে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও নিবন্ধন বাতিলের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা- পঞ্চগড় জাতীয় মহাসড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করে তারা। এর আগে মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি র‍্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

এসময় সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বক্তব্য দেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান, শিক্ষার্থী সাদেকুল ইসলাম, আবু বক্কর, রনি, আল আমিন ও রাসেল প্রমূখ।

প্রথম আলোর কর্মকান্ডকে হলুদ সাংবাদিকতা বলে নেশের সুনাম ক্ষুন্ন করায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD